মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

কাঁচা চা পাতার ন্যায্যমূল্যের দাবি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে সরকার নির্ধারিত কাঁচা চা পাতার মূল্য উপেক্ষা করে চা কারখানা ও ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক চা চাষিদের প্রতারিত করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ক্ষুদ্র চা চাষিরা। গতকাল প্রেস ক্লাবের সামনে পঞ্চগড়-টুনিরহাট সড়কে এ মানববন্ধনের আয়োজন করে পঞ্চগড় ক্ষুদ্র চা চাষি সমিতি। পরে প্রেস ক্লাব  মিলনায়তনে জেলা ক্ষুদ্র চা চাষি নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, চা কারখানা মালিকরা সিন্ডিকেট করে কাঁচা চা পাতার মূল্য ইচ্ছামতো কমিয়ে দিয়েছে। চা মূল্য নির্ধারণ কমিটি প্রতি কেজি কাঁচা চা পাতার মূল্য ১৮ টাকা নির্ধারণ করলেও কারখানা মালিকরা ১৪ থেকে ১৬ টাকা দরে কাঁচা চা পাতা কিনছে। এ বিষয়ে জেলা প্রশাসকের ভূমিকা প্রশ্নবিদ্ধ। কাঁচা চা পাতার মূল্য নতুন করে নির্ধারণ না করলে তারা জেলা প্রশাসকের অপসারণের দাবিতে মানববন্ধনের হুমকি দেন। 

এ সময় তারা আরও বলেন, কাঁচা চা পাতার মূল্য বৃদ্ধির দাবিতে আগামী ১৯ জুলাই পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী নুরুল ইসলামের বাড়িতে অবস্থান নেবেন ক্ষুদ্র চা চাষিরা। এ সময় তারা মহাসড়কে কাঁচা চা পাতা ফেলে প্রতিবাদ জানান। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ক্ষুদ্র চা চাষি নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক অমরখানা ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, সদস্য সচিব রফিকুল ইসলাম, চা চাষি অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু সায়েদ এবং পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ।

 

সর্বশেষ খবর