লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সাড়ে ৬ বছর আগে ভুটান থেকে আমদানি করা পাথর পড়ে আছে। আমদানিকারক ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টের কেউ আমদানি করা পাথর নিয়ে না যাওয়ায় বিপাকে পড়েছে কাস্টমস ও স্থলবন্দর কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকার চকবাজার এলাকার ১০৩/ ১০৪ হরিনাথ ঘোষ রোডের মেসার্স উইন্ডো ইন্টারন্যাশনাল ২০১৫ সালের ২৮ ডিসেম্বর ও ২০১৬ সালের ২৮ জুলাই মোট ১৫ লাখ ১৯ হাজার ৬৮০ কেজি (১ হাজার ৫১৯ টন) ভুটানি স্টোন বোল্ডার আমদানি করে। বৈধ প্রক্রিয়ায় আনা এসব পাথরের শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২৩ লাখ ৮৭ হাজার ৩৮৮ টাকা। আমদানি করা এই পাথরের বিপরীতে কাস্টমস কর্তৃপক্ষের সরকারি শুল্ক বকেয়া রয়েছে ১ লাখ ২০ হাজার ৯৬৪ টাকা। মেসার্স উইন্ডো ইন্টারন্যাশনালের আনা এই পাথরগুলো স্থলবন্দরের অভ্যন্তরে ২০১৬ সাল থেকে পড়ে আছে। অন্যদিকে, ঢাকার পুরানা পল্টনের এইচ এম সিদ্দিক মেনশনের মেসার্স এগ্রিপ্লাস লিমিটেড ভুটান থেকে আমদানি করা ৮০ হাজার (৮০ টন) ডলোমাইড পাউডার ২০১৭ সালের ৮ ডিসেম্বর থেকে স্থলবন্দরের ৩ নম্বর শেডে পড়ে রয়েছে। স্থলবন্দরের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে এসব পণ্য পড়ে থাকায় বন্দরের মাশুল পণ্য বিক্রয়মূল্যের কয়েক গুণে গিয়ে দাঁড়িয়েছে। পণ্য নিয়ে যাওয়ার জন্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে একাধিকবার চিঠি দেয় কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু আমদানিকারক উভয় প্রতিষ্ঠান পণ্য নেয়নি। এমনকি বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষকে কোনো প্রকার জবাবও দেয়নি। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, কাস্টমস আইনের ১৯৬৯-এর সেকশন ২০১ ও সেকশন ১৮০-এর বিধানমতে আমদানিকারক প্রতিষ্ঠানকে একাধিকবার নোটিস জারি করে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাসের জন্য অনুরোধ করা হয়। পণ্য নিতে ব্যর্থ হলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তপূর্বক নিলামে বিক্রি করে সরকারি রাজস্ব আদায় করা হবে। বিষয়টি জানালেও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বিগত সাড়ে ৬ বছরেও পণ্য নেয়নি। এরই মধ্যে মেসার্স এগ্রিপ্লাস লিমিটেডের আনা পাথর রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমীন বলেন, স্থলবন্দরের খোলা মাঠে ও পণ্য রাখার শেডে ভুটান থেকে আনা পাথর ও ডলোমাইড পাউডার অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এতে বন্দরের মাঠে পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে সমস্যা হচ্ছে। শেডের জায়গাও ব্যবহার করা যাচ্ছে না। পণ্য খালাস ও বোঝাই কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসান বলেন, ঢাকার মেসার্স উইন্ডো ইন্টারন্যাশনাল কর্তৃক আমদানি করা পাথর কাস্টমস আইনের ১৯৬৯-এর সেকশন ৮২ মোতাবেক রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে প্রয়োজনীয় তথ্য রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা পেলে বাজেয়াপ্তপূর্বক নিলামে বিক্রি করে সরকারি রাজস্ব আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। এরই মধ্যে মেসার্স এগ্রিপ্লাস লিমিটেডের পণ্য একই কাস্টমস বিধি অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে এবং নিলামের প্রক্রিয়া চলছে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
ছয় বছর পড়ে আছে ভুটান থেকে আনা পাথর
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর