শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

হাজার ভিক্ষুকে পিণ্ডদান ও স্বধর্ম শ্রবণ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে হাজার বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান ও স্বধর্ম শ্রবণ অনুষ্ঠান হয়েছে। জেলা সদরের মধুপুর মাঠে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সঙ্গে হাজারের অধিক ভান্তে-ভিক্ষু সংঘকে পিণ্ডদান দেওয়ার নজির দেশে এটিই প্রথম। থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে এ ধরনের আয়োজন প্রতি বছর হলেও আমাদের দেশে এর আগে কখনো এ অনুষ্ঠান হয়নি। আগত অতিথিরা এ উদ্যোকে মহৎ আখ্যা দিয়ে অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে পুণ্যবান মনে করছেন। অনুষ্ঠানে আসা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া ও নীলোৎপল খীসা বলেন, এটি বৌদ্ধ ধর্মকে জাগ্রত করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার মহৎ উদ্যোগ। অনুষ্ঠানে শুধু পিণ্ডদান নয়, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরুদান, স্বধর্ম শ্রবণসহ দেশ-জাতির জন্য শান্তি কামনা করা হয়।

 

সর্বশেষ খবর