কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম নেহাল উদ্দিন (৬৫)। তিনি কালিয়াকৈর উপজেলার বাগচাপাইর এলাকার বাসিন্দা ও পেশায় মুদি দোকানি ছিলেন। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে দাবি করে বাদী ও তার ওপর হামলাকারীদের বিচার চেয়ে লাশ নিয়ে বিক্ষোভ করেছে নেহালের পরিবার ও গ্রামবাসী। স্থানীয় জনপ্রতিনিধির আশ্বাসে সোমবার দিবাগত গভীর রাতে লাশ দাফন করা হয়। গত ৬ নভেম্বর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নেহালকে মারধর করে প্রতিবেশী শিপন ও তার স্বজনরা। গুরুতর আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন গ্রামবাসী। হামলার ঘটনার পর ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধের নামে থানায় মামলা করা হয়। ৮ নভেম্বর হাসপাতাল থেকে নেহালকে গ্রেফতার করে পুলিশ জেলহাজতে পাঠায়। সেখান থেকে নেওয়া হয় কাশিমপুর কারাগারে। গত রবিবার রাতে তিনি বুকে ব্যথা অনুভব করলে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই নেওয়া হয় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে। সেখানে তার মৃত্যু হয়।
কালিয়াকৈরের ওসি আকবর আলী খান জানান, লাশ নিয়ে বিক্ষোভের বিষয়টি জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে।