রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জেলা যুব মৈত্রীর সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুব মৈত্রী। জেলা যুব মৈত্রীর আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাসির মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান।

বক্তারা বলেন, দেশে যে পরিমাণ চাকরিপ্রত্যাশী তার তুলনায় সুযোগ অত্যন্ত সীমিত। শ্রম মন্ত্রণালয়ের মতে, প্রতি বছর ২০ থেকে ২৫ লাখ জনশক্তি শ্রম বাজারে প্রবেশ করে। এ কর্মসংস্থানের মাত্র পাঁচ শতাংশ সরকারি আর ৯৫ শতাংশ বেসরকারি খাতের। উচ্চ শিক্ষা শেষ করে অনেকে সরকারি চাকরির জন্য অপেক্ষা করেন বছরের পর বছর। ২০১৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অন্যতম প্রতিশ্রুতি ছিল চাকরির সুবিধা পরিবারে পরিবারে পৌঁছে দেওয়া। ক্ষমতাসীন দলের এ প্রতিশ্রুতি পূরণ হয়নি। বক্তারা অবিলম্বে সরকারি ৩ লাখ ৮৪ হাজার ৬৩৭ শূন্যপদে নিয়োগের দাবি জানিয়ে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করা ও বেকার ভাতা চালুর দাবি জানান।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর