সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

স্যান্ডেলের ভেতরে হেরোইন নারীসহ গ্রেফতার ২

বাগেরহাট প্রতিনিধি

দেশের দুই মেগা প্রকল্পের মালামাল নিয়ে তিনটি বিদেশি জাহাজ মোংলাবন্দরের জেটিতে নোঙর করেছে। এ জাহাজগুলোর মধ্যে গতকাল সকালে বন্দরের ৭ নম্বর জেটিতে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের স্টিল পাইপ নিয়ে নোঙর করে পানামা পতাকাবাহী ‘এমভি কুই ইয়া শান’ জাহাজ। এরপর দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে বন্দরের ৮ ও ৯ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী ‘লিবার্টি হারভেস্ট’ ও রাশিয়ার পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ নামের জাহাজ দুটি নোঙর করে। মোংলাবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

মোংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘দেশের নির্মাণাধীন প্রায় সব মেগা প্রকল্পে বিদেশ থেকে আনা মেশিনারি পণ্যসহ অন্যান্য মালামাল মোংলাবন্দরের মাধ্যমে দেশে এসছে। আমদানিকৃত মেশিনারি পণ্যসহ অন্যান্য মালামাল বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে মোংলাবন্দর দিয়ে খালাস হচ্ছে।’

সর্বশেষ খবর