বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঘুষ-দুর্নীতির প্রতিবাদে হেঁটে ৬৪ জেলা সফর

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলা প্রশাসক ও তেঁতুলিয়ার ইউএনওর হাতে স্মারকলিপি দিয়ে ঘুষ-দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে দেশের ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলা সফর করেছেন হানিফ বাংলাদেশি। স্বাধীনতার ৫১ বছর ধরে চলমান দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে ‘বদলে যাও বদলে দাও’ এ স্লোগান নিয়ে গত ৫ জুন কক্সবাজারের টেকনাফ থেকে শুরু হয় হানিফের সফর। দীর্ঘ আট মাসে পুরো দেশ ঘুরে গতকাল দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন তিনি। হানিফ বাংলাদেশি বলেন, ঘুষ-দুনীতি অর্থ পাচার সর্বগ্রাসি রূপ নিয়েছে। সামাজিক পারিবারিক মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় চলছে। গণতন্ত্র ও আইনের শাসনের ওপর সব সরকারের সময়ে নগ্ন হস্তক্ষেপ হয়েছে। তিনি বলেন, এর আগে ঢাকাসহ দেশের জনবহুল স্থানে পাবলিক টয়লেট স্থাপনের আন্দোলন করেছি। ২০১৩-১৪ সালে দেশে যখন জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা শুরু হয় তখন এ অপরাজনীতি বন্ধের দাবিতে দুই দলের নেত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। ২০২০ সালে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশ নিয়ে পদযাত্রা করেছেন। ২০২১ সালে তিনি দেশব্যাপী মার্চ ফর ডেমোক্রেসি গণতন্ত্রের জন্য ৬৭ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করেন। তার কর্মসূচিতে সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর