বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মেয়ে হত্যার বিচার চেয়ে কাঁদলেন বাবা

কিশোরগঞ্জ প্রতিনিধি

যৌতুকের জন্য মেয়েকে হত্যা করেছে। হত্যার পর নিজেদের বাঁচাতে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। মেয়ে হত্যার মামলা করার জন্য থানায় গিয়েছি। পুলিশ মামলা নেয়নি। আমি এ হত্যার বিচার চাই। এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন বাবা। কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধুনগর গ্রামের গৃহবধূ উর্মি আক্তার হত্যার বিচার ও মামলা রেকর্ডভুক্ত করার দাবিতে গতকাল সংবাদ সম্মেলন করেন উর্মির পরিবারের লোকজন। এ সময় মেয়ে হত্যার বিচার দাবি করে কান্নায় ভেঙে পড়েন বাবা সিজিল মিয়া। জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজিল জানান, ৮ বছর আগে সদর উপজেলার যশোদল মধুনগর গ্রামের জিল্লুর রহমানের কাছে উর্মিকে বিয়ে দেন। সন্তান জন্মের পর থেকে স্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য উর্মিকে চাপ দিতে থাকে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। গত ১৭ জানুয়ারি উর্মিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সংবাদ সম্মেলনে উর্মির পিতা আরও জানান, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। বর্তমানে স্বামীর বাড়ির লোকজন এসব নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন উর্মির পিতা।

সর্বশেষ খবর