আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, তরুণদের দায়িত্বশীল কার্যক্রমই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ তরান্বিত করবে। তরুণদের জন্য কাজের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। আউটসোর্সিং করে লাখ লাখ বৈদেশিক মুদ্রা আয় করছেন তারা। দেশে থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন এমন মেধাবী তরুণদের সেলুট দেওয়া উচিত। বেকারত্বমুক্ত স্মার্ট জয়পুরহাট গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল স্থানীয় শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- মহিউদ্দিন জাহাঙ্গীর, আনোয়ার পারভেজ, আবুল কালাম আজাদ, জাকির হোসেন প্রমুখ।