কুষ্টিয়া জেলাজুড়ে চলছে তীব্র দাবদাহ। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাঁসফাঁস করছে প্রাণিকুল। দাবদাহের সঙ্গে জেলায় বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা। এ অবস্থায় কুষ্টিয়া জেলায় হাত পাখার কদর বেড়েছে। চাহিদা বাড়ায় পাখা তৈরির কারিগরদের দম ফেলার সময় নেই। দিনরাত সমান তালে পাখা তৈরিতে ব্যস্ত তারা। জেলা শহরের রাজারহাট মোড়ে রয়েছে কয়েকটি পাতপাখা বিক্রির পাইকারি দোকান। নারায়ণ রায় নামে এক দোকানি জানান, গরমের সঙ্গে সঙ্গে হাতপাখার কদর শুরু হয়। তবে তীব্র দাবদাহের কারণে দুই সপ্তাহ কুষ্টিয়ায় ব্যাপক হারে হাতে তৈরি তাল পাখার কদর বেড়েছে। গরমের শুরুতে প্রতিদিন তার দোকানে ৫০-৭০টি পাখা বিক্রি হতো। এখন একেকটি দোকানে দিনে ২০০-৩০০টি পাখা বিক্রি হচ্ছে। চাহিদা বাড়ায় পাইকারিতে হাতপাখার দামও বৃদ্ধি পেয়েছে। আগে বাঁশের হাতল দিয়ে তৈরি প্রতি ১০০ পিস পাখার দাম ছিল ৯০০-১০০০ টাকা। এখন একই পরিমাণ হাতপাখা ১৫০০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। আরেক পাইকারি দোকানদার প্রকাশ জানান, এ বছর গরমের শুরুতে হাতপাখার চাহিদা এত ছিল না। হঠাৎ গরম বেশি পড়ায় এবং লোডশেডিংয়ের কারণে পাখার চাহিদা দ্বিগুণেরও বেশি বেড়েছে। হাতপাখা কিনতে আসা ব্যবসায়ী জাকির আলী জানান, একে তীব্র গরম। সেই সঙ্গে ঘনঘন লোডশেডিং চলছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি থাকাই গ্রামগঞ্জে পাখার কদর তুঙ্গে। কুষ্টিয়া ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী জানান, বর্তমানে জেলায় তাদের আওতাধীন এলাকার জন্য প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৫৮ থেকে ৬০ মেগাওয়াট। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অপ্রতুল হওয়ায় বাই রোটেশনে এলাকাভিত্তিক লোডশেডিং করে ঘাটতি মোকাবিলা করা হচ্ছে। কুষ্টিয়া পল্লী বিদ্যুতের (কুমারখালী-খোকসা) এলাকার দায়িত্বপ্রাপ্ত ডিজিএম আনসার আলী জানান, বর্তমানে জেলায় পল্লী বিদ্যুতের চাহিদা সকালে ১০৮ মেগাওয়াট এবং সন্ধ্যায় ১৩৭ মেগাওয়াট। অথচ সন্ধ্যার সময় পাওয়া যাচ্ছে মাত্র ৯৬ মেগাওয়াট। ফলে প্রতিনিয়তই বিদ্যুতের ঘাটতি থেকেই যাচ্ছে।
শিরোনাম
- দেশে ফিরলেন মির্জা ফখরুল
- ভোগান্তি ছাড়াই যেন সাধারণ মানুষ সঠিক সেবা পায় : জেলা প্রশাসক
- বিএনপির যৌথসভা বিকালে
- হোয়াইটওয়াশ এড়াতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
- র্যাবের দ্বারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা প্রার্থনা করছি : ডিজি
- ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
- মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া
- ব্যাট হাতে তামিমের ঝড়ো ফিফটি
- ওসি প্রদীপের স্ত্রী চুমকির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
- দুদকের মামলায় গিয়াস উদ্দিন মামুনের খালাসের রায় বহাল
- জয়কে হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা মিজানুরের জামিন
- নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে শিশির, তিন দিনে কুয়াশার কারণে দুর্ঘটনায় নিহত ৬
- গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানীর অবদান স্মরণীয় : তারেক রহমান
- গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই
- আজ মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন
- শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- এবার জুভেন্তাসের কাছে হেরে আরও বিপাকে ম্যানসিটি
- আজ ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.২ ডিগ্রি