কুষ্টিয়া জেলাজুড়ে চলছে তীব্র দাবদাহ। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাঁসফাঁস করছে প্রাণিকুল। দাবদাহের সঙ্গে জেলায় বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা। এ অবস্থায় কুষ্টিয়া জেলায় হাত পাখার কদর বেড়েছে। চাহিদা বাড়ায় পাখা তৈরির কারিগরদের দম ফেলার সময় নেই। দিনরাত সমান তালে পাখা তৈরিতে ব্যস্ত তারা। জেলা শহরের রাজারহাট মোড়ে রয়েছে কয়েকটি পাতপাখা বিক্রির পাইকারি দোকান। নারায়ণ রায় নামে এক দোকানি জানান, গরমের সঙ্গে সঙ্গে হাতপাখার কদর শুরু হয়। তবে তীব্র দাবদাহের কারণে দুই সপ্তাহ কুষ্টিয়ায় ব্যাপক হারে হাতে তৈরি তাল পাখার কদর বেড়েছে। গরমের শুরুতে প্রতিদিন তার দোকানে ৫০-৭০টি পাখা বিক্রি হতো। এখন একেকটি দোকানে দিনে ২০০-৩০০টি পাখা বিক্রি হচ্ছে। চাহিদা বাড়ায় পাইকারিতে হাতপাখার দামও বৃদ্ধি পেয়েছে। আগে বাঁশের হাতল দিয়ে তৈরি প্রতি ১০০ পিস পাখার দাম ছিল ৯০০-১০০০ টাকা। এখন একই পরিমাণ হাতপাখা ১৫০০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। আরেক পাইকারি দোকানদার প্রকাশ জানান, এ বছর গরমের শুরুতে হাতপাখার চাহিদা এত ছিল না। হঠাৎ গরম বেশি পড়ায় এবং লোডশেডিংয়ের কারণে পাখার চাহিদা দ্বিগুণেরও বেশি বেড়েছে। হাতপাখা কিনতে আসা ব্যবসায়ী জাকির আলী জানান, একে তীব্র গরম। সেই সঙ্গে ঘনঘন লোডশেডিং চলছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি থাকাই গ্রামগঞ্জে পাখার কদর তুঙ্গে। কুষ্টিয়া ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী জানান, বর্তমানে জেলায় তাদের আওতাধীন এলাকার জন্য প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৫৮ থেকে ৬০ মেগাওয়াট। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অপ্রতুল হওয়ায় বাই রোটেশনে এলাকাভিত্তিক লোডশেডিং করে ঘাটতি মোকাবিলা করা হচ্ছে। কুষ্টিয়া পল্লী বিদ্যুতের (কুমারখালী-খোকসা) এলাকার দায়িত্বপ্রাপ্ত ডিজিএম আনসার আলী জানান, বর্তমানে জেলায় পল্লী বিদ্যুতের চাহিদা সকালে ১০৮ মেগাওয়াট এবং সন্ধ্যায় ১৩৭ মেগাওয়াট। অথচ সন্ধ্যার সময় পাওয়া যাচ্ছে মাত্র ৯৬ মেগাওয়াট। ফলে প্রতিনিয়তই বিদ্যুতের ঘাটতি থেকেই যাচ্ছে।
শিরোনাম
- অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি জানালেন রিজভী
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ