নেত্রকোনায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিজয়পুরের সাদামাটি পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি। পর্যটকদের দাবি গাছপালায় সবুজায়নসহ অবকাঠামোগত উন্নয়ন এবং যাতায়াতে সুবিধাসহ স্থানটিকে ঢেলে সাজালে পর্যটন বিকাশে বিশাল গুরুত্ব রাখবে নেত্রকোনার দুর্গাপুরের সাদামাটি। পাহাড় ঘুরে দেখা গেছে, নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন। একেবারেই মেঘালয় পাহাড়ের নিচে অবস্থিত ইউনিয়নটি। প্রায় ১৭ কিলোমিটারজুড়ে দুটো ইউনিয়নের অংশে রয়েছে এ সাদা মাটি। ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর ১৯৫৭ সালে প্রথম দুর্গাপুরের ভেদিকুড়া নামক স্থানে সাদা মাটির সন্ধান পায়। ২০২১ সালের ১৭ জুন জি আই পণ্য সদন পায় নেত্রকোনার দুর্গাপুরের এ সাদা মাটি।
সম্ভাবনাময় এ পাহাড়ে ঘুরতে আসা পর্যটকসহ স্থানীয়রা বলেছেন, তারা বলেন গাছ লাগিয়ে এর সবুজায়ন করলে মানুষ ঘুরেও ক্লান্ত হবে না। এ ব্যাপারে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এটি একটি দারণ সম্ভাবনাময় স্থান। পুরো এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। যে কারণে পর্যটকদের জন্য ইতোমধ্যেই তৈরি করা হয়েছে ওয়াশব্লক। সড়কেরও উন্নয়ন করা হয়েছে। ব্যবস্থা করা হচ্ছে নিরাপত্তার জন্য বক্স স্থাপন। এ ছাড়া স্থানটিকে ঢেলে সাজাতে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা।