মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি

হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

দিনাজপুরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় গতকাল এ আদেশ দেন। দন্ড পাওয়া আসামিরা হলেন-  আফজাল হোসেন, আবদুল লতিফ ও শামশুল। বাদী আরজিনা বেওয়া এজাহারে উল্লেখ করেন, তার স্বামী তজিমুদ্দিন ১৯৯৭ সালের ৩১ জুলাই কারেন্টহাটে মিল পাহারা দেওয়ার জন্য যান। এরপর তিনি নিখোঁজ হন। ৩ আগস্ট বাড়ির অদূরে দামুদার পুকুরে তজিমুদ্দিনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই বছরের ৬ আগস্ট থানায় হত্যা মামলা করেন তিনি।

সর্বশেষ খবর