নোয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে নারী কবিরাজকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া ফরিদপুর ও কক্সবাজারের চকরিয়ায় তিনটি হত্যাকান্ড ঘটেছে। নোয়াখালী : হাতিয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারী কবিরাজকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর সাগরিয়া গ্রাম থেকে গতকাল সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে লাশ ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মনোয়ারা বেগম (৬০) সাগরিয়া গ্রামের আজহারুল ইসলাম আজাদের স্ত্রী। স্থানীয়রা জানান, মনোয়ারা বসতঘরে একাই থাকতেন।
ফরিদপুর : নগরকান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামে কুমার নদের খেয়াঘাট এলাকায় গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ হত্যাকান্ড ঘটে। নিহতের নাম রুবেল শেখ (১৯)। এদিকে ফরিদপুর শহরের বদরপুরে গোসলের সময় সাবান নিয়ে বাগ্বিতন্ডার জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আবদুল জলিল (৭০)। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় কথা কাটাকাটির জেরে বখাটের ছুরিকাঘাতে খুন হয়েছে শেফায়েত হাবিব (২২) নামে এক যুবক।