বিএনপির রংপুর বিভাগীয় রোডমার্চ আজ। এ কর্মসূচি সফল করতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করেছে। দিনাজপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সভায় রোডমার্চ সফল করতে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
দিনাজপুর জেলা বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উথরাইল ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি ছিলেন বখতিয়ার আহমেদ কচি ও মুরাদ আহমেদ।