চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাথাভাঙ্গা নদীর ওপর গঞ্জেরঘাট-পীরপুর সেতুটি নির্মাণ শেষ হয়েছে এক বছর আগে। তবে জমি অধিগ্রহণের জটিলতায় থমকে আছে এর সংযোগ সড়কের নির্মাণকাজ। বাধ্য হয়ে শিক্ষার্থী, কৃষকসহ এলাকাবাসী বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে এখানে পারাপার হচ্ছেন। সংযোগ সড়কের অভাবে এ সেতুটি কোনো কাজেই আসছে না। এটি এখন জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, স্থানীয়দের দাবির মুখে চুয়াডাঙ্গা পৌর এলাকার গঞ্জেরঘাট-পীরপুর সড়কে মাথাভাঙ্গা নদীর ওপর ২০২১ সালের ৩১ জানুয়ারি সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ৯০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে বরাদ্দ হয় ৬ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ১০ টাকা। চুক্তি অনুযায়ী ২০২২ সালের আগস্টে এর নির্মাণকাজ শেষ করার কথা ছিল। পীরপুর গ্রামের বাসিন্দা তুহিন মালিতা বলেন, ব্রিজটি চালু হলে পীরপুর, ইব্রাহিমপুর, টেইপুর, বিষ্ণুপুর, জুড়ানপুরসহ ১০/১২ গ্রামের মানুষ সহজেই চুয়াডাঙ্গা শহরে আসা-যাওয়া করতে পারত। শিক্ষার্থী ও পেশাজীবীরা কম খরচে এ পথে চলাচল করতে পারত। স্থানীয় বাসিন্দা মাজেদ শেখ বলেন, ব্রিজের কাজ শুরু হলে এলাকাবাসী খুশি হয়েছিলেন। কিন্তু এখন এটি তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় আসাদুল হক বলেন, গঞ্জেরঘাটের বেশিরভাগ মানুষের কৃষিজমি রয়েছে নদীর ওপারে পীরপুর এলাকায়। এ ব্রিজে চলাচল শুরু না হওয়ায় কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন তাদের অতিরিক্ত ১০ কিলোমিটার ঘুরে বাড়িতে ফসল আনতে হচ্ছে। কৃষিপণ্য ঘরে তুলতে তাদের বাড়তি গাড়িভাড়া গুনতে হচ্ছে। একই এলাকার মোহাম্মদ লিটন বলেন, সেতুটি চালু হলে সহজে ও অল্প খরচে কৃষিপণ্য ঘরে তোলা যেত। ভুক্তভোগীদের অভিযোগ, সেতুর স্থান নির্বাচনে এলজিইডির দায়িত্বহীনতা রয়েছে। নদীর দুই পাড়ে সড়ক থাকা সত্ত্বেও নতুন স্থানে সেতুটি নির্মাণ করা হয়েছে। এলজিইডি বলছে, জমি অধিগ্রহণসহ দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সদর ইউএনও শামীম ভুঁইয়া বলেন, জমি অধিগ্রহণের অনুমতি ও অর্থ বরাদ্দ পাওয়া গেছে। অচিরেই জটিলতা কাটিয়ে সেতুর সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
শিরোনাম
- যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি, তবে হামলা থামায়নি ইসরায়েল
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
সংযোগ সড়কের অভাবে জনভোগান্তি
মাথাভাঙ্গা নদীর গঞ্জেরঘাট-পীরপুর সেতুটি কাজে আসছে না
জামান আখতার, চুয়াডাঙ্গা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর