চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাথাভাঙ্গা নদীর ওপর গঞ্জেরঘাট-পীরপুর সেতুটি নির্মাণ শেষ হয়েছে এক বছর আগে। তবে জমি অধিগ্রহণের জটিলতায় থমকে আছে এর সংযোগ সড়কের নির্মাণকাজ। বাধ্য হয়ে শিক্ষার্থী, কৃষকসহ এলাকাবাসী বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে এখানে পারাপার হচ্ছেন। সংযোগ সড়কের অভাবে এ সেতুটি কোনো কাজেই আসছে না। এটি এখন জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, স্থানীয়দের দাবির মুখে চুয়াডাঙ্গা পৌর এলাকার গঞ্জেরঘাট-পীরপুর সড়কে মাথাভাঙ্গা নদীর ওপর ২০২১ সালের ৩১ জানুয়ারি সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ৯০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে বরাদ্দ হয় ৬ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ১০ টাকা। চুক্তি অনুযায়ী ২০২২ সালের আগস্টে এর নির্মাণকাজ শেষ করার কথা ছিল। পীরপুর গ্রামের বাসিন্দা তুহিন মালিতা বলেন, ব্রিজটি চালু হলে পীরপুর, ইব্রাহিমপুর, টেইপুর, বিষ্ণুপুর, জুড়ানপুরসহ ১০/১২ গ্রামের মানুষ সহজেই চুয়াডাঙ্গা শহরে আসা-যাওয়া করতে পারত। শিক্ষার্থী ও পেশাজীবীরা কম খরচে এ পথে চলাচল করতে পারত। স্থানীয় বাসিন্দা মাজেদ শেখ বলেন, ব্রিজের কাজ শুরু হলে এলাকাবাসী খুশি হয়েছিলেন। কিন্তু এখন এটি তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় আসাদুল হক বলেন, গঞ্জেরঘাটের বেশিরভাগ মানুষের কৃষিজমি রয়েছে নদীর ওপারে পীরপুর এলাকায়। এ ব্রিজে চলাচল শুরু না হওয়ায় কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন তাদের অতিরিক্ত ১০ কিলোমিটার ঘুরে বাড়িতে ফসল আনতে হচ্ছে। কৃষিপণ্য ঘরে তুলতে তাদের বাড়তি গাড়িভাড়া গুনতে হচ্ছে। একই এলাকার মোহাম্মদ লিটন বলেন, সেতুটি চালু হলে সহজে ও অল্প খরচে কৃষিপণ্য ঘরে তোলা যেত। ভুক্তভোগীদের অভিযোগ, সেতুর স্থান নির্বাচনে এলজিইডির দায়িত্বহীনতা রয়েছে। নদীর দুই পাড়ে সড়ক থাকা সত্ত্বেও নতুন স্থানে সেতুটি নির্মাণ করা হয়েছে। এলজিইডি বলছে, জমি অধিগ্রহণসহ দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সদর ইউএনও শামীম ভুঁইয়া বলেন, জমি অধিগ্রহণের অনুমতি ও অর্থ বরাদ্দ পাওয়া গেছে। অচিরেই জটিলতা কাটিয়ে সেতুর সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
শিরোনাম
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
- জন্মদিনে ঝড় তুললেন রণবীর, ধুরন্ধর’-এ ফিরলেন ভয়ংকর রূপে
- নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ
- ভোলায় র্যাবের অভিযানে ৩৭ ব্যারেল সয়াবিন তেল জব্দ, আটক ১
- যেসব অপরাধে ৪ বছর পরীক্ষা দিতে পারবেন না শিক্ষার্থীরা
- ফরিদপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ইজিবাইক বিতরণ
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৪৫৪
- ভুয়া তথ্য ও প্রতারণা রোধে প্রবাসী সংবাদকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা
- ঘোড়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাহিদ হোসেন