চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাথাভাঙ্গা নদীর ওপর গঞ্জেরঘাট-পীরপুর সেতুটি নির্মাণ শেষ হয়েছে এক বছর আগে। তবে জমি অধিগ্রহণের জটিলতায় থমকে আছে এর সংযোগ সড়কের নির্মাণকাজ। বাধ্য হয়ে শিক্ষার্থী, কৃষকসহ এলাকাবাসী বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে এখানে পারাপার হচ্ছেন। সংযোগ সড়কের অভাবে এ সেতুটি কোনো কাজেই আসছে না। এটি এখন জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, স্থানীয়দের দাবির মুখে চুয়াডাঙ্গা পৌর এলাকার গঞ্জেরঘাট-পীরপুর সড়কে মাথাভাঙ্গা নদীর ওপর ২০২১ সালের ৩১ জানুয়ারি সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ৯০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে বরাদ্দ হয় ৬ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ১০ টাকা। চুক্তি অনুযায়ী ২০২২ সালের আগস্টে এর নির্মাণকাজ শেষ করার কথা ছিল। পীরপুর গ্রামের বাসিন্দা তুহিন মালিতা বলেন, ব্রিজটি চালু হলে পীরপুর, ইব্রাহিমপুর, টেইপুর, বিষ্ণুপুর, জুড়ানপুরসহ ১০/১২ গ্রামের মানুষ সহজেই চুয়াডাঙ্গা শহরে আসা-যাওয়া করতে পারত। শিক্ষার্থী ও পেশাজীবীরা কম খরচে এ পথে চলাচল করতে পারত। স্থানীয় বাসিন্দা মাজেদ শেখ বলেন, ব্রিজের কাজ শুরু হলে এলাকাবাসী খুশি হয়েছিলেন। কিন্তু এখন এটি তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় আসাদুল হক বলেন, গঞ্জেরঘাটের বেশিরভাগ মানুষের কৃষিজমি রয়েছে নদীর ওপারে পীরপুর এলাকায়। এ ব্রিজে চলাচল শুরু না হওয়ায় কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন তাদের অতিরিক্ত ১০ কিলোমিটার ঘুরে বাড়িতে ফসল আনতে হচ্ছে। কৃষিপণ্য ঘরে তুলতে তাদের বাড়তি গাড়িভাড়া গুনতে হচ্ছে। একই এলাকার মোহাম্মদ লিটন বলেন, সেতুটি চালু হলে সহজে ও অল্প খরচে কৃষিপণ্য ঘরে তোলা যেত। ভুক্তভোগীদের অভিযোগ, সেতুর স্থান নির্বাচনে এলজিইডির দায়িত্বহীনতা রয়েছে। নদীর দুই পাড়ে সড়ক থাকা সত্ত্বেও নতুন স্থানে সেতুটি নির্মাণ করা হয়েছে। এলজিইডি বলছে, জমি অধিগ্রহণসহ দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সদর ইউএনও শামীম ভুঁইয়া বলেন, জমি অধিগ্রহণের অনুমতি ও অর্থ বরাদ্দ পাওয়া গেছে। অচিরেই জটিলতা কাটিয়ে সেতুর সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
শিরোনাম
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি