সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নৈতিকতার পুরস্কার পেলেন কুবির সাত কর্মচারী

কুমিল্লা প্রতিনিধি

নৈতিকতার পুরস্কার পেলেন কুবির সাত কর্মচারী

প্রথমবারের মতো দাফতরিক কাজে স্বচ্ছতা, দক্ষতা, সেবা প্রদানে আন্তরিক ও বিশ্বস্ততার জন্য সাতজন কর্মচারীকে সম্মাননা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে গতকাল এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া কর্মচারীরা হলেন- রেজিস্ট্রার দফতরের অফিস অ্যাসিসট্যান্ট কাম ডাটা প্রসেসর শ্যামল কুমার দাস, আইসিটি বিভাগের আবদুল করিম, বাংলা বিভাগের জিয়াউর রহমান, লোকপ্রশাসন বিভাগের আনিসুজ্জামান জুয়েল, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের অর্ডারলি পিয়ন আহসান উল্যাহ, নিরাপত্তা শাখার প্রহরী আবু কাউছার, ভিসি দফতরের অফিস সহায়ক আবুল বাসার।

প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ এবং অতিরিক্ত পরিচালক ড. গোলাম মর্তুজা তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী।

সর্বশেষ খবর