রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সাঁওতাল হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। এ সময় সাঁওতাল হত্যার আসামিদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবি জানানো হয়। দিবসটিতে প্রতিপাদ্য ছিল ‘আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সামিল হই।’ গতকাল এ উপলক্ষে আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ ও নাগরিক সংগঠন জনউদ্যোগ গাইবান্ধার উদ্যোগে শহরের নাট্যসংস্থার সামনে প্রতিবাদী সমাবেশ, বিক্ষোভ মিছিল করা হয়। সাঁওতাল-বাঙালি নারী-পুরুষরা অধিকার ও দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসক সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুল, পরিবেশ আন্দোলন জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, অঞ্জলী রানী দেবী, আদিবাসী নেতা সুফল হেমব্রম, থমাস হেমব্রম, সুচিত্রা মুরমু তৃষ্ণা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সাঁওতাল হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের ছয় বছর পেরিয়ে গেলেও বিচার কাজ শুরু হয়নি। সাঁওতাল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের কেউ গ্রেপ্তার হয়নি। উপরন্তু সন্ত্রাসীরা নতুন করে সাঁওতালদের বাড়ি, ভাঙচুর ও জমি দখল করছে।

 

 

সর্বশেষ খবর