পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে এক বিবৃতি দিয়েছেন বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান এবং সদস্য সচিব সবুর শাহ লোটাস। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সোমবার দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।