কালিয়াকৈরের বিদ্যুৎস্পৃষ্টে আপেল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার ফুলবাড়িয়া উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আপেল কুড়িগ্রামের নাগেশ্বরী থানার নূরুল আমীনের ছেলে। পুলিশ জানায়, গত একমাস আগে নিহত আপেল ভবন নির্মাণের জন্য ফুলবাড়িয়ায় আসেন। বিকালে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।