ডিমের বাজারে সৃষ্ট অস্থিরতা নিরসনে গতকাল বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এ সময় যশোরে চার, ব্রাহ্মণবাড়িয়া দুই, ফেনীর দুই এবং গাজীপুরের কালিয়াকৈরের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
যশোর : শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে আফিল অ্যাগ্রোকে জরিমানা করা হয় ১ লাখ টাকা। এ ছাড়া আরবপুর মোড়ে চাঁদ অ্যাগ্রোকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : শহরের ফারুকী বাজার ও জগৎ বাজারে চালানো অভিযানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ফেনী : শহরের নাজমুল ট্রেডার্সকে ১০ হাজার ও দিহান অ্যাগ্রোকে ৫ হাজার টাকা জরিমানা হয়।
কালিয়াকৈর : কালিয়াকৈরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।