নওগাঁয় সমলয় পদ্ধতিতে হচ্ছে ইরি-বোরো আবাদ। এ পদ্ধতিতে শ্রম, সময় ও খরচ কম লাগায় খুশি কৃষক। প্লাস্টিকের ট্রেতে তৈরি হয়েছে বীজতলা। শিশির থেকে ধানচারা রক্ষায় বীজতলায় দেওয়া হয়েছে পলি সেট। সেখান থেকে তুলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চলছে চারা রোপণ। সমলয় পদ্ধতিতে সরকারি কৃষি প্রণোদনার আওতায় মহাদেবপুর, ধামইরহাট ও পত্নীতলা উপজেলায় ১৫০ একর জমিতে শুরু হয়েছে বোরো আবাদ। ধান কাটা ও মাড়াইও হবে মেশিনে। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে তিন উপজেলায়। এতে খেতে পোকা-মাকড়ের আক্রমণ কম হবে। একই সময়ে আবাদ করায় যে কোনো সমস্যা একযোগে মোকাবিলা করা সম্ভব হবে। পরে ধান কেটে তুলে দেওয়া হবে কৃষকদের ঘরে। তিনি বলেন, চলতি মৌসুমে তিন উপজেলায় ১৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। এতে এ মৌসুমেই কৃষকদের সাশ্রয় হবে অন্তত ৫০ লাখ টাকা। মহাদেবপুরের বাগাচারা গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, প্রকল্পে ১০ বিঘা জমি আছে। বিগত বছরগুলোতে তিনি পুরোনো পদ্ধতিতে জমি চাষাবাদ করতেন। এতে প্রতি বিঘায় রোপণ থেকে শুরু করে ধান কাটা-মাড়াই পর্যন্ত খরচ হতো ১৬-১৭ হাজার টাকা। এবার সমলয় পদ্ধতিতে চাষাবাদ করায় খরচ পড়ছে প্রতি বিঘায় মাত্র ৫ হাজার। চাষাবাদে খরচ কম এবং দাম ভালো পেলে লাভবান হতে পারবেন। ওই এলাকার আরেক কৃষক মতিউর রহমান বলেন, এ পদ্ধতিতে বীজ, সার ও চারা রোপণ করে দেওয়া হচ্ছে। পরে ধান কাটা-মাড়াই করে দেওয়া হবে। আমাদের শুধু জমি চাষ, সেচ ও কীটনাশক খরচ পড়ছে। আধুনিক এ পদ্ধতিতে আমরা হাতে-কলমে চাষাবাদ শিখছি। আগামীতে নিজেরাই চাষাবাদ করব। আশপাশের কৃষকও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ দেখতে ও অভিজ্ঞতা নিতে আসছেন।
শিরোনাম
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- রাজসাক্ষী আসলে কী?
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
- আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- বিমান বাহিনীর সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ
- শাজাহান খানের মেয়ের সম্পদের হিসাব চেয়ে বাসার দরজায় দুদকের নোটিশ
- জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগ: নোবিপ্রবি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
- তত্ত্বাবধায়ক সরকার গঠনে দলগুলোর ঐকমত্য আছে : আলী রীয়াজ
- প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে : আলী রীয়াজ
- গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করল স্পেন
- ভিসা নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
- উল্লাপাড়ার এলংজানি দাখিল মাদ্রাসায় পরপর দুই বছর শতভাগ ফেল
- রাজনীতিতে যারা একেবারে এতিম, তারাই পিআর পদ্ধতি চায় : রিজভী
- সাপের হাড়ে ফাটল, এক্স-রে করে পাঠানো হচ্ছে ঢাকায়
সমলয় পদ্ধতি, বাঁচে শ্রম-খরচ খুশিতে চাষি
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর