নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে আয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে গতকাল লাশটি পাওয়া যায়। আয়নাল নটাবাড়ীয়া গ্রামের আবদুল জলিলের ছেলে ও মাঝগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, আয়নাল হকের ঘরের দরজা খোলা ছিল। লাশ পচন ধরে গন্ধ বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল অলিম বলেন, আয়নাল বাড়িতে একাই থাকতেন। তার দুই সন্তান রয়েছে। মেয়ের বিয়ে হয়েছে আর ছেলে একটি আবাসিক হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করেন। স্ত্রী ৭-৮ মাস ধরে বাবার বাড়িতে থাকেন। বুধবার সন্ধ্যায় তাকে সবশেষ এলাকায় দেখা যায়। সকালে পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা বাড়ির ভিতরে ঢুকে মেঝেতে লাশ পড়ে থাকতে দেখেন।