বগুড়ায় গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ এবং সদর থানার ওসির প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে বগুড়া প্রেস ক্লাব ও বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলনের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তৃতা করেন সবুর শাহ লোটাস, রেজাউল হাসান রানু, মির্জা সেলিম রেজা প্রমুখ। বক্তারা সাংবাদিক ওয়াহেদ ফকিরকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান।