ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ৬ দফা দাবিতে ‘ইন্ট্রাকো কোম্পানি’র ভোলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ‘আমরা ভোলাবাসী’ ব্যানারে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে ইন্ট্রাকো অফিস ঘেরাও করে। পরে ওই অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর আগে শহরের বাংলা স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আমরা ভোলাবাসী সংগঠনের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর।
এ সময় রাইসুল আলম, হুমায়ুন কবির সোপান, মোবাশ্বিরুল হক নাঈম বক্তব্য রাখেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইন্ট্রাকো কোম্পানি লি. নামে একটি প্রতিষ্ঠান বোতলজাত করে ভোলার গ্যাস সড়ক পথে জেলার বাইরে নিচ্ছিল। গত মাসে সড়ক পথে গ্যাস নেওয়ার সময় এই কোম্পানির তিনটি গাড়ি আটকে দিয়েছিল আন্দোলনকারীরা।