লালমনিরহাটের কালীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১ হাজার ৫৪৫ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দুটি পৃথক স্থান থেকে এসব চাল জব্দ করা হয়। তুষভান্ডার ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আরজিনা বেগমের মাধ্যমে চালগুলো বিতরণের কথা ছিল। সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।