ফেনীতে বিস্ময়করভাবে বাড়ছে মোবাইল ও এর সরঞ্জামাদির বাজার। রেমিট্যান্স অধ্যুষিত এ জেলায় প্রতিদিন বিক্রি হয় ১ কোটি টাকার বেশি মোবাইল ফোন ও এর যন্ত্রাংশ। এ খাতে জেলায় কর্মসংস্থান হয়েছে প্রায় ২ হাজার মানুষের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে মোবাইল ও যন্ত্রাংশের জন্য বিশেষায়িত বিপণিবিতান ‘মহিপাল প্লাজা’। সেখানে চারটি ফ্লোরে ছোট-বড় মিলিয়ে আছে দুই শতাধিক মোবাইল ফোন, এর যন্ত্রাংশ ও সরঞ্জামের দোকান। শুধু এ বিপণিবিতানেই নানাভাবে কর্মরত আছেন ৬ শতাধিক মানুষ। এ ছাড়া জেলা শহরের গ্র্যান্ড হক টাওয়ার, রাবি শপিং সেন্টার, সমবায় সুপার মার্কেট, জেলরোড ও স্টেশন রোডে আছে মোবাইল ফোনের আরও কয়েকটি বিশেষায়িত বিপণিবিতান। যেখানে শতাধিক দোকানে শুধু মোবাইল ও এর যন্ত্রাংশ বিক্রি হয়। শহরের অন্যান্য অলিগলি ও বাকি পাঁচ উপজেলায় আছে আরও ৩ শতাধিক মোবাইল ফোন ও সরঞ্জামাদির দোকান। প্রতিটি দোকানের মালিক, বিক্রয় কর্মকর্তা ও টেকনেশিয়ান মিলিয়ে কমপক্ষে তিনজন করে হলেও ২ হাজার মানুষ কর্মরত আছেন। ব্যবসায়ীদের হিসাব মতে ছোট-বড় দোকানগুলোর প্রতিটিতে দিনে কমপক্ষে ২০ হাজার টাকা বিক্রি হলেও পুরো জেলার ৬০০ দোকানে বিক্রির পরিমাণ দাঁড়ায় ১ কোটির বেশি। বিশেষ কিছুদিনে এর পরিমাণ আরও বেড়ে যায়। সুমন হাওলাদার নামে এক ব্যবসায়ী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মোবাইলের চাহিদা অনেক বেড়ে গেছে। প্রতিদিন ক্রেতা আসছেন। বিকিকিনিও ভালো হচ্ছে। মেহেরুন নেছা নামে এক ক্রেতা বলেন, অনেক দোকানে দেখেশুনে ভালো মোবাইল ফোন কিনতে পারছি। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, স্মার্ট মোবাইল ফোন কিনতে হলে অবশ্যই ইএমআই নম্বরটি দেখে এবং নিকটস্থ থানায় জানিয়ে কেনা উচিত। সরকারি নিয়ম (বিটিআরসি) অনুসরণ করতে ক্রেতা-বিক্রেতাদের প্রতি অনুরোধ জানায় তিনি। ক্রমবর্ধমান মোবাইল ফোনের বাজারে সম্ভাবনার অনেক গল্প থাকলেও কিছু সংকটের কথাও জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলেন, আন-অফিসিয়াল ফোনগুলো বিকিকিনির বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিলে প্রকৃত ব্যবসায়ীরা স্বস্তি পাবেন। অবৈধ মোবাইল ফোন প্রবেশ ঠেকাতেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীরা।
শিরোনাম
- দিনদুপুরেও ভয় আতঙ্ক খুলনায়
- এখনো স্বজনদের খুঁজে ফেরেন বসনিয়ার মুসলিমরা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৪ জুলাই)
- উইম্বলডনে আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন সিনার
- লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল টাইগাররা
- কর্নেল ইভাল হত্যা: রুশ গুপ্তচরদের হত্যা করল ইউক্রেন
- শেষ মুহূর্তের গোলে নেপালকে হারাল বাংলাদেশ
- ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন মাদ্রাসা শিক্ষার্থীর
- সংস্কার কমিশন মানুষের মনের ভাষা বুঝবে না : আমীর খসরু
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার
- সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- লিটন-শামীমের ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
- ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার
- শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রতিযোগিতা
- সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৫৬৮
- ত্রিদেশীয় সিরিজ: ফিন অ্যালেনের চোটে কপাল খুলল কনওয়ের
- শিরোনামহীনের নতুন গান ‘কতদূর’
- নেপালের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
- যশোরে ১১ স্বর্ণের বারসহ আটক ৩
- ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি
ফেনীতে দৈনিক বিক্রি কোটি টাকার মোবাইল ও সরঞ্জাম
এ খাতে কর্মসংস্থান হয়েছে ২ হাজার মানুষের
সিদ্দিক আল মামুন, ফেনী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর