পার্বত্য জেলা খাগড়াছড়িতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি আইনজীবী সমিতি থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করা হয়।
খাগড়াছড়িতে আয়োজিত 'মার্চ ফর জাস্টিস' এর পদ যাএার সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট রিপল চাকমা সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বার এসোসিয়েশন এর সভাপতি এড. আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর, জেলা বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম। জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী চাকমা এডভোকেট মনজুর মোরশেদ।
আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও পদযাএায় আইনজীবী ফোরামের সদস্য জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদ, পৌর বিএনপি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।
বিডি প্রতিদিন/এএ