মণি ফকির। নিজের কোনো জমি না থাকায় ২০০৭ সালে তার মাথা গোঁজার ঠাঁই মেলে সরকারি ঘরে। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে চর দক্ষিণপাড়ায় রাস্তার পাশে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরে কেটেছে তার পরিবারের ১৮টি বছর। বর্তমানে এখানকার ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা মেঝে ভেঙে গেছে। টিনের চালা মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে। লোহার অন্য সরঞ্জামেও ধরেছে মরিচা। বৃষ্টি হলেই ফুটো চাল চুইয়ে পানি পড়ে। বর্ষা মৌসুমে প্রায়ই নির্ঘুম রাত কাটে মণির পরিবারের। সত্তোর্ধ্ব ফুলমতির ঘরেরও একই অবস্থা। সম্প্রতি রাতের বৃষ্টিতে তার ঘরের মেঝে পুরো কাদা হয়ে গেছে। পরদিন রোদ উঠলে ঘরের টুকিটাকি জিনিসপত্র শুকাতে দেন তিনি। বাসিন্দারা জানান, শুধু মণি ফকির আর ফুলমতির ঘরই নয়, এ প্রকল্পের জরাজীর্ণ ঘরে বসবাস করছে ৯০টি পরিবার। সংস্কারের অভাবে ঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মেরামতের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আতঙ্কে দিন কাটছে বসবাসকারী পরিবারগুলোর। তাদের দাবি, এখানে এমন কোনো ঘর নেই যে বৃষ্টি হলে ভিতরে পানি না পড়ে। কেউ কেউ ঘরের চালার সঙ্গে পলিথিন দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। অন্যত্র যাওয়ার মতো কোনো অবস্থা না থাকায় বাধ্য হয়ে ভাঙাচোরা ও অস্বাস্থ্যকর এসব ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছেন তারা। সরেজমিন দেখা গেছে, ইট-বালু-খুঁটির ওপর লোহার সঙ্গে থাকা টিন মরিচা ধরে খসে পড়ায় ঘর থেকেই আকাশ দেখা যায়। কোনোমতে পাটখড়ি ও পলিথিনের জোড়াতালি দিয়ে থাকছেন বসবাসকারীরা। ব্যারাকগুলো দ্রুত মেরামতের জন্য আশ্রয়ণ প্রকল্পের লোকজন সরকারের কাছে দাবি জানিয়েছেন। ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, ‘আমি কুনিয়ার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করেছি। আপাতত এসব ঘরের জন্য কোনো বরাদ্দ নেই। ওপর মহলে চিঠি দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ পেলে ঘরগুলো মেরামত করা যাবে। দু-চারটা ঘরের টিন নষ্ট হলে আমিই ব্যবস্থা করতে পারতাম। কিন্তু ওখানের প্রায় সব ঘরের একই অবস্থা। তাই কিছুটা সময় লাগবে।’
শিরোনাম
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
- ‘নারীকে অধিকারহীন রেখে কোনভাবেই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়’
- আদালতে সাবেক সিইসি নুরুল হুদার দায় স্বীকার
- চট্টগ্রামে আরও ১৫ জনের করোনা শনাক্ত
- মাগুরায় আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
- স্কুলছাত্র-পর্যটক-রিসোর্টে মাদক সরবরাহকারী আটক
- ৫০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ
- আখাউড়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস
- প্রাক্তন স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ
- অনলাইনে ১৭ লাখের বেশি করদাতার রিটার্ন দাখিল