মণি ফকির। নিজের কোনো জমি না থাকায় ২০০৭ সালে তার মাথা গোঁজার ঠাঁই মেলে সরকারি ঘরে। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে চর দক্ষিণপাড়ায় রাস্তার পাশে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরে কেটেছে তার পরিবারের ১৮টি বছর। বর্তমানে এখানকার ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা মেঝে ভেঙে গেছে। টিনের চালা মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে। লোহার অন্য সরঞ্জামেও ধরেছে মরিচা। বৃষ্টি হলেই ফুটো চাল চুইয়ে পানি পড়ে। বর্ষা মৌসুমে প্রায়ই নির্ঘুম রাত কাটে মণির পরিবারের। সত্তোর্ধ্ব ফুলমতির ঘরেরও একই অবস্থা। সম্প্রতি রাতের বৃষ্টিতে তার ঘরের মেঝে পুরো কাদা হয়ে গেছে। পরদিন রোদ উঠলে ঘরের টুকিটাকি জিনিসপত্র শুকাতে দেন তিনি। বাসিন্দারা জানান, শুধু মণি ফকির আর ফুলমতির ঘরই নয়, এ প্রকল্পের জরাজীর্ণ ঘরে বসবাস করছে ৯০টি পরিবার। সংস্কারের অভাবে ঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মেরামতের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আতঙ্কে দিন কাটছে বসবাসকারী পরিবারগুলোর। তাদের দাবি, এখানে এমন কোনো ঘর নেই যে বৃষ্টি হলে ভিতরে পানি না পড়ে। কেউ কেউ ঘরের চালার সঙ্গে পলিথিন দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। অন্যত্র যাওয়ার মতো কোনো অবস্থা না থাকায় বাধ্য হয়ে ভাঙাচোরা ও অস্বাস্থ্যকর এসব ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছেন তারা। সরেজমিন দেখা গেছে, ইট-বালু-খুঁটির ওপর লোহার সঙ্গে থাকা টিন মরিচা ধরে খসে পড়ায় ঘর থেকেই আকাশ দেখা যায়। কোনোমতে পাটখড়ি ও পলিথিনের জোড়াতালি দিয়ে থাকছেন বসবাসকারীরা। ব্যারাকগুলো দ্রুত মেরামতের জন্য আশ্রয়ণ প্রকল্পের লোকজন সরকারের কাছে দাবি জানিয়েছেন। ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, ‘আমি কুনিয়ার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করেছি। আপাতত এসব ঘরের জন্য কোনো বরাদ্দ নেই। ওপর মহলে চিঠি দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ পেলে ঘরগুলো মেরামত করা যাবে। দু-চারটা ঘরের টিন নষ্ট হলে আমিই ব্যবস্থা করতে পারতাম। কিন্তু ওখানের প্রায় সব ঘরের একই অবস্থা। তাই কিছুটা সময় লাগবে।’
শিরোনাম
- বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
- নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক : বলেছেন প্রধান উপদেষ্টা
- ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নিউক্যাসলে ভল্টামাডা
- টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ একজন আটক
- জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি
- বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা
- ফাহমিদার কণ্ঠে বৃষ্টির গান ‘মেঘলা আকাশ’
- দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’
- ঝলমলে ক্যারিয়ারে নতুন কীর্তি পোলার্ডের
- ভূমিসেবায় জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য : ভূমি সচিব
- ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের জয়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় কমিটি গঠন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
মাদারীপুরে কুনিয়া আশ্রয়ণ প্রকল্প
জরাজীর্ণ ঘরে দুর্বিষহ দিন
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর