এক সপ্তাহের টানা ভারী বর্ষণে ভোলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে আমন ধানের বীজতলাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে ভোলায় একটানা আট দিন ভারী বৃষ্টি হয়েছে। উপপরিচালক খায়রুল ইসলাম মল্লিক জানান, গত সপ্তাহের বৃষ্টিতে ভোলায় ৫ হাজার ৫০০ হেক্টর আমন বীজতলার মধ্যে ২ হাজার হেক্টর বীজতলা ও ৮৫০ হেক্টর জমির সবজি পানিতে নিমজ্জিত হয়ে আছে। পানি কমলে পুরো ক্ষতির চিত্র জানা যাবে।
কৃষকদের সম্ভাব্য ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগ থেকে করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।
ভোলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, জেলায় ২৫০ হেক্টর মাছের ঘের এবং ৪০০ হেক্টর পুকুর ও দিঘি প্লাবিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত ১১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কৃষিবিদ ড. এ বি এম নুরুল হক জানান, ভোলার কৃষি ও মৎস্য খাত যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য প্রয়োজন দ্রুত ও কার্যকর উদ্যোগ। তা না হলে এ বিপর্যয় ডেকে আনতে পারে দীর্ঘমেয়াদি সংকট।