চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ঘুষ কেলেঙ্কারির মামলায় সাবেক সার্ভেয়ার মো. সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী শাহেদ কবির এসব তথ্য নিশ্চিত করেন।
দুদক জানায়, ২০১৯ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের চিটাগাং শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক চেইনম্যান নজরুল ইসলাম ও অফিস সহকারী তছলিম উদ্দিনকে ঘুষের ৮ লাখ টাকা ও ৯২ লাখ টাকার চেকসহ আটক করা হয়।