কক্সবাজারের চারটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানান। তিনি বলেন, শনিবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশনের মহেশখালীর উপজেলার কুতুবজোমের বুজুরুকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। কক্সবাজারে র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানিয়েছেন, টেকনাফ থানার ফুলের ডেইল এলাকা থেকে কচু খেতের ভিতর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে।