রংপুরের বদরগঞ্জে ব্যবসায়িক দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শফিকুল ইসলাম (৪৮) মারা গেছেন। তিন মাস ২২ দিন পর গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। শফিকুল উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের আফসার আলীর ছেলে ও পেশায় ব্যবসায়ী। শফিকুলসহ কয়েকজনকে কুপিয়ে জখমের ঘটনায় করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গণ্য হবে জানিয়েছেন বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান। ওসি জানান, ময়নাতদন্ত শেষে শফিকুল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।