গার্ডিয়ান এঞ্জেল প্লাস নামে এআই ভিত্তিক বহুমাত্রিক অ্যাপ উদ্ভাবন নিয়ে কাজ করছে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্কুলছাত্র আহনাফ বিন আশরাফ নাবিল। সম্প্রতি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আগস্টে তুরস্কে Istanbul International MUN ও অক্টোবরে যুক্তরাষ্ট্রে Neoteric Summit এ অংশ নিতে চিঠি পেয়েছে সে। নিজের অ্যাপটিকে উভয় সম্মেলনে উত্থাপনের কথা জানায় এই কিশোর। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ার মতিউল আশরাফ সুমন ও নায়না আক্তার তৃণা দম্পতির ছেলে ও স্থানীয় নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র নাবিল। ৬ষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই সে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে। এখন পর্যন্ত জাতীয় ও স্কুল পর্যায়ে দুই শত সনদ অর্জন করেছে সে। উদ্ভাবনি চিন্তায় নাসা থেকে প্রাপ্ত একাধিক স্বীকৃতিও তার ঝুলিতে রয়েছে। এবার প্রায় ৩ লাখ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তুরস্কের সম্মেলনে ও প্রায় ৬ লাখ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে যুক্তরাষ্ট্রের সম্মেলনে ডাক পায় সে। সেখানে সে শিশু ও মানবাধিকার, টেকসই উন্নয়ন লক্ষ্য, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিনির্ভর সামাজিক পরিবর্তন বিষয়ে আলোচনায় অংশ নেবে। পাশাপাশি তার উদ্ভাবিত অ্যাপ গার্ডিয়ান এঞ্জেল প্লাস উপস্থাপন করবেন, যা শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত, জলবায়ুর পরিবর্তন রোধসহ ১৯টি বিষয়ের ডিজিটাল সমাধান হিসেবে কাজ করবে। নাবিল জানায়, দুটি সম্মেলনে সে তার অ্যাপটিকে উত্থাপন করবে। এটিকে একটি প্রযুক্তি-নির্ভর মানবিক উদ্যোগ হিসেবে তুলে ধরা হবে। সম্মেলনের মাধ্যমে নিজের দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চায় সে। তার মা জানান, অ্যাপস উপস্থাপনের পাশাপাশি একজন বাংলাদেশি হিসেবে সম্মেলনে অংশ নিতে পারাটাকে গর্বের বলে মনে করছেন তিনি। পাশাপাশি তিনি ছেলের বাইরে যাওয়া ও উদ্ভাবন কাজে সবার সহযোগিতা কামনা করেন। নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সাহিদুল ইসলাম জানান, নাবিল এ বয়সেই গবেষণা কাজে ভূমিকা রেখে অনেক সনদ ও পুরস্কার পেয়েছে। নাসা থেকেও সে স্বীকৃতি পেয়েছে। তার এই সাফল্যে সবাই গর্বিত।
শিরোনাম
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
- সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- অস্ট্রেলীয় সাংবাদিকের যে প্রশ্নে চটে গেলেন ট্রাম্প (ভিডিও)
- ফেনীতে ডিপ্লোমা প্রকৌশলীদের এক ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ
- কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা
- শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের
- দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: দুদু
যুক্তরাষ্ট্র-তুরস্কের সম্মেলনে ডাক পেল স্কুলছাত্র নাবিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর