গার্ডিয়ান এঞ্জেল প্লাস নামে এআই ভিত্তিক বহুমাত্রিক অ্যাপ উদ্ভাবন নিয়ে কাজ করছে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্কুলছাত্র আহনাফ বিন আশরাফ নাবিল। সম্প্রতি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আগস্টে তুরস্কে Istanbul International MUN ও অক্টোবরে যুক্তরাষ্ট্রে Neoteric Summit এ অংশ নিতে চিঠি পেয়েছে সে। নিজের অ্যাপটিকে উভয় সম্মেলনে উত্থাপনের কথা জানায় এই কিশোর। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ার মতিউল আশরাফ সুমন ও নায়না আক্তার তৃণা দম্পতির ছেলে ও স্থানীয় নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র নাবিল। ৬ষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই সে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে। এখন পর্যন্ত জাতীয় ও স্কুল পর্যায়ে দুই শত সনদ অর্জন করেছে সে। উদ্ভাবনি চিন্তায় নাসা থেকে প্রাপ্ত একাধিক স্বীকৃতিও তার ঝুলিতে রয়েছে। এবার প্রায় ৩ লাখ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তুরস্কের সম্মেলনে ও প্রায় ৬ লাখ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে যুক্তরাষ্ট্রের সম্মেলনে ডাক পায় সে। সেখানে সে শিশু ও মানবাধিকার, টেকসই উন্নয়ন লক্ষ্য, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিনির্ভর সামাজিক পরিবর্তন বিষয়ে আলোচনায় অংশ নেবে। পাশাপাশি তার উদ্ভাবিত অ্যাপ গার্ডিয়ান এঞ্জেল প্লাস উপস্থাপন করবেন, যা শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত, জলবায়ুর পরিবর্তন রোধসহ ১৯টি বিষয়ের ডিজিটাল সমাধান হিসেবে কাজ করবে। নাবিল জানায়, দুটি সম্মেলনে সে তার অ্যাপটিকে উত্থাপন করবে। এটিকে একটি প্রযুক্তি-নির্ভর মানবিক উদ্যোগ হিসেবে তুলে ধরা হবে। সম্মেলনের মাধ্যমে নিজের দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চায় সে। তার মা জানান, অ্যাপস উপস্থাপনের পাশাপাশি একজন বাংলাদেশি হিসেবে সম্মেলনে অংশ নিতে পারাটাকে গর্বের বলে মনে করছেন তিনি। পাশাপাশি তিনি ছেলের বাইরে যাওয়া ও উদ্ভাবন কাজে সবার সহযোগিতা কামনা করেন। নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সাহিদুল ইসলাম জানান, নাবিল এ বয়সেই গবেষণা কাজে ভূমিকা রেখে অনেক সনদ ও পুরস্কার পেয়েছে। নাসা থেকেও সে স্বীকৃতি পেয়েছে। তার এই সাফল্যে সবাই গর্বিত।
শিরোনাম
- মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জান্তা সরকার
- বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও তিনজন
- চার জেলায় টিসিবির ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- দুদক সমাজের বাইরের প্রতিষ্ঠান নয়, এখানেও দুর্নীতি আছে : আবদুল মোমেন
- নিষেধাজ্ঞা শেষে অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন টেইলর
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে মৌন মিছিল
- বিএনপির নির্বাচন দাবির যৌক্তিকতা এখন প্রমাণ হচ্ছে : মির্জা ফখরুল
- কুয়েতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত
- ফের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু
- ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশনের নির্দেশ
- রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার শেষ সময় আজ
- জিএম কাদেরের উপর নিষেধাজ্ঞা, অব্যাহতপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল
- শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
- ঢামেক হাসপাতালে ভুয়া চিকিৎসকসহ দুইজন আটক
- আমি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী, জবানবন্দিতে সাবেক আইজিপি
- ‘কীসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন’, প্রশ্ন ওমর সানীর
- তাসকিনের বিরুদ্ধে জিডি প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ
- জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ
- ইসরায়েল মার্কা নির্বাচন চায় কারা
- যেসব এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
যুক্তরাষ্ট্র-তুরস্কের সম্মেলনে ডাক পেল স্কুলছাত্র নাবিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর