গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়াসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে আরিফ চৌধুরী (২৮) নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির ঘটনায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আরিফ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।