গাইবান্ধার সুন্দরগঞ্জে বাদশা মিয়া (৫৫) নামে এক খুচরা সার বিক্রেতার ঘর থেকে ১৩৩ বস্তা টিএসপি সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে দহবন্দ ইউপি ভবনসংলগ্ন পিনুর মোড় থেকে এগুলো উদ্ধার করা হয়। অভিযুক্ত বাদশা মিয়া ইউনিয়নের হুড়াভায়া খাঁ গ্রামের মৃত আবু হোসেনের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, ‘জব্দ সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। ঘর মালিককে না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সারগুলো ডিলার ননিগোপাল সরকার এবং মৃত প্রদীপ সরকারের। তাঁদের গোডাউন সোনারায় ইউনিয়নের ছাইতানতোলা বাজারে এবং রামজীবন ইউনিয়নের ডোমের হাট বাজারে। সার কীভাবে দহবন্দ ইউনিয়নে এলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
জানা যায়, সারগুলো বিসিআইসি ডিলার ননিগোপাল সরকার উত্তোলন করেন। এরপর ট্রাকযোগে বাদশা মিয়ার ঘরে রাখা হয়।
ডিলার ননিগোপাল সরকারের ছেলে রিপন বলেন, ‘প্রদীপ চন্দ্র ও আমাদের জন্য বরাদ্দ করা সার একসঙ্গে তোলা হয়। আমাদের সার নিয়ে প্রদীপ চন্দ্রেরগুলো তাঁর ম্যানেজারকে দিয়েছি। সারগুলো এখানে কীভাবে এলো তা প্রদীপ চন্দ্রের ম্যানেজার বলতে পারবেন।’
ডিলার প্রদীপ চন্দ্র সরকারের ম্যানেজার জয়ন্ত বলেন, ‘অন্য কোথাও সার বিক্রি করা হয়নি। আমার গোডাউনে জায়গা না থাকায় বাদশা মিয়ার ঘরে রাখা হয়েছিল।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির বলেন, ‘অবৈধভাবে মজুত ১৩৩ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’