১০ দিন পর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫২৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটটি থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বুধবার রাত ৮টা থেকে এ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট থেকে ১৬০-১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে একই দিন সকালে বয়লারের পাইপ ফেটে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি সচল হতে তিন-চার দিন সময় লাগবে বলে জানান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। এর আগে ২১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়।
প্রধান প্রকৌশলী আরও জানান, তৃতীয় ইউনিটটি চালু রাখার জন্য প্রতিদিন ১৭০০ টন কয়লা দরকার পড়ে।