জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই অংশের প্রায় ৬ কিলোমিটারজুড়ে দুই পাশের সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখলের হিড়িক পড়েছে। বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে সওজের ফাঁকা জায়গায় ভরাট করে যে যার মতো আয়ত্তে নিচ্ছেন। শতাধিক প্রভাবশালী দখলে জড়িত দাবি স্থানীয়দের। সরজমিনে দেখা যায়, মহাসড়কের দুই পাশে সওজের বিস্তৃত দুটি জলাশয়। এক সময় মাছ চাষের পাশাপাশি দুটি জলাশয় থেকে পানি নিয়ে কৃষিকাজে ব্যবহার করা হতো। এখন সেখানে কচুরিপানা, ময়লা-আবর্জনা ও পৌরসভার বর্জ্যে ভরাট হয়ে গেছে। এই সুযোগে পাশে থাকা বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা জলাশয়ে মাটি ফেলে সওজের জায়গা অবাধে দখলে নিয়েছেন। কেউ কেউ সরকারি জমির ওপর দিয়ে নিজেদের বাড়ির সংযোগ পথও করেছেন। সওজ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা হয়নি। ইতোমধ্যে মহাসড়কের উভয় পাশে সওজের জায়গায় ৫০-৬০টি পাকা বাড়ি নির্মাণ হয়েছে। আরও ১১টি দোকানঘর নতুনভাবে তৈরির কাজ চলছে। এলাকাবাসীর ভাষ্য, এ ধরনের অবৈধ দখলের ঘটনা প্রতিদিন ঘটছে। স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘সওজের জায়গার পেছনে থাকা জমির মালিকরা নিজেদের স্বার্থে সরকারি জলাশয় দুটি দখল করেছেন। শুধু দখলই নয়, সেখানে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সবার জন্য ব্যবহারের জায়গা তারা নিজেদের কব্জায় নিয়েছেন। এদের কঠিন শাস্তি হওয়া দরকার।’ সওজের জায়গা দখল করে বাড়িতে যাওয়ার রাস্তা করেছেন আবদুল হান্নান নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘জলাশয় দুটি ৪০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। বাড়ি নির্মাণ করতে গিয়ে কিছু জায়গা ভরাট করতে হয়েছে যাতায়াতের জন্য। অনেকেই তো সরকারি জায়গায় বাড়ি নির্মাণ করেছেন।’ উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, ‘জলাশয় দুটিতে সরকারিভাবে মাছ চাষের বিশাল সম্ভাবনা রয়েছে। দখলদারদের উচ্ছেদ করতে হলে স্থানীয় প্রশাসনের সমন্বয় ছাড়া ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। এ বিষয় নিয়ে আগামী সমন্বয় সভায় আলোচনা করা হবে।’ কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, সরকারের কোটি টাকার সম্পদ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। উন্মুক্ত জলাশয় দুটি সওজ বিভাগের আওতাধীন। তাদের সঙ্গে সমন্বয় করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। সরকারি সম্পত্তি কারও ব্যক্তিগত মালিকানায় ছেড়ে দেওয়া হবে না। সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘জলাশয় দুটির অবস্থান মহাসড়কের পাশে হওয়ায় সেগুলো উন্নয়নে আমাদেরও কিছু ভূমিকা রয়েছে। স্বীকার করছি, এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অল্প সময়ের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।
শিরোনাম
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে স্কুলভিত্তিক, থাকবে বিভাগ পরিবর্তনের সুযোগ
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯২ ফিলিস্তিনি নিহত
- অতিরিক্ত লাগেজ নিয়ে সংঘর্ষ, স্পাইসজেটের ৪ কর্মীকে মারধর সেনা কর্মকর্তার
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- যে কারণে মার্কিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত
- ‘গাজার গণহত্যা বন্ধ করো’ সিডনি ব্রিজে লাখো মানুষের পদযাত্রা
- ঢাকাসহ ৫ বিভাগে ভারি বৃষ্টি সম্ভাবনা
- মাহাদী হত্যা মামলায় ইনু-মেনন-পলক গ্রেফতার
- চিলির খনিতে আটকে পড়া শ্রমিকদের কেউই আর বেঁচে নেই
- যুক্তরাষ্ট্রে ৮২৯ কিলোমিটার দীর্ঘ বজ্রপাত, নতুন বিশ্বরেকর্ড
- ইঞ্জিন বিকল, উড্ডয়নের দেড় ঘণ্টা পর জরুরি অবতরণ
- প্রথম দফাতেই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ট্রাম্প, বাধা হয়ে দাঁড়ায় কোভিড
- সারা দেশে ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
- আল-আকসা দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- বিচার ব্যবস্থায় মধ্যস্থতার ব্যবহার বাড়াতে আইনজীবীদের প্রশিক্ষণ
- তৃতীয় পক্ষের হাতে যাচ্ছে রাষ্ট্রীয় গোপন তথ্য
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৪ আগস্ট)
- সংগঠনের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা দেবে যুবদল
- ২৫ বছর পর ‘লগান’র সেই গ্রামে আমির খান
- বিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করলো যুক্তরাজ্য
সওজের জমি দখলের হিড়িক
ইতোমধ্যে গড়ে উঠেছে ৫০-৬০টি পাকা বাড়ি। আরও ১১টি দোকানঘর নির্মাণকাজ চলছে
শামীম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর