নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে একটি আসবাবপত্র তৈরির কারখানা, গোডাউনসহ ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এদিকে কুমিল্লার লাকসামে একটি প্লাষ্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে পৌরশহরের সাতবাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক নুর আলমের।