জয়পুরহাটে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আবদুল মান্নান (৫৮) নামে এক আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। কালাই উপজেলার পাঁচগ্রাম বেলতলী পাড়ার ফসলের মাঠে গতকাল এ ঘটনা ঘটেছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। মান্নান পাঁচগ্রাম বেলতলী পাড়ার খয়বর আলীর ছেলে। তিনি এলাকার বিভিন্ন হিমাগারে আলুর ব্যবসা করতেন।
জানা যায়, গতকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই গাভির জন্য মান্নান ঘাস কাটতে যান মাঠে। তখন বজ্রপাতে মারা যান তিনি।