মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জামায়াত নেতার প্রবাসী ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা আবার ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানিয়েছে ইউনিয়ন জামায়াতে ইসলামী। বড়লেখা প্রেস ক্লাবে রবিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা এ অভিযোগ দেন। লিখিত বক্তব্য দেন বড়লেখা ইউনিয়ন জামায়াত সভাপতি রবিউল ইসলাম সোহেল। সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ওয়ার্ড জামায়াত নেতা সিরাজুল ইসলামের ভাই প্রবাসী ফয়ছল আহমদ মুন্নার ওপর হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করেনি। ১১ দিন পর উল্টো অভিযুক্ত সিরাজ উদ্দিনের ভাই আবদুল গণি জামায়াতের কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দেন।