মাগুরায় রাইস মিলের কেমিক্যাল ঢালার সময় উথলে পড়ে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার আলোকদিয়া এলাকার আমেনা অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-টাঙ্গাইলের শিপন (৪৫), ফরিদপুরের সবুজ (৩২), শাহিন (২০), জয়পুরহাটের অনুকূল (২৪) ও মাগুরার মহম্মদপুর উপজেলার রেজওয়ান (৩৮)। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান আহমেদ জানান, ওই শ্রমিকরা গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মিলের শ্রমিক জুয়েল শেখ বলেন, মিলে ব্যবহৃত কেমিক্যাল মাঝেমধ্যেই পরিবর্তন করতে হয়। গতকাল দুপুরে মেশিনে কেমিক্যাল ঢালার সময় তা হঠাৎ উথলে পড়ে ওই শ্রমিকদের গায়ে পড়ে। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মিল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।