জেলার ধনবাড়ী উপজেলার নাথের পাড়া গ্রামে টাইলস মিস্ত্রি রফিকুল ইসলাম হত্যার সাড়ে তিন বছর পর রবিবার রাতে ওই ঘটনায় জড়িত তার বোনের স্বামী মকবুলকে গ্রেপ্তার করেছে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মকবুল ওই হত্যার কথা স্বীকার করেন। সোমবার তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি টাইলস মিস্ত্রি রফিকুল ইসলামের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। জবানবন্দিতে আদালতকে মকবুল জানান, রফিকুলের সঙ্গে বিরোধের জের ধরে ঘটনার কয়েকদিন আগে রফিকুলের মামা রেহানের বাড়িতে মকবুল, হাফিজুর, রেহান, জলিল, সেকান্দার ও আলম মিলে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার রাতে রফিকুলের মামাতো ভাই আলম তাকে মাদক সেবনের কথা বলে বাড়ি থেকে ডেকে পাশের একটি জমিতে নিয়ে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মকবুল, হাফিজুর, রেহান, জলিল ও সেকান্দার ওই জমির দক্ষিণ পাশে লুকিয়ে ছিল। রফিকুল সেখানে পৌঁছামাত্রই মকবুল, হাফিজুর, রেহান, জলিল ও সেকান্দার লাঠি দিয়ে মারপিট করে। আলম মাথায় ও মুখে চাপাতি দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। পরে তারা রফিকুলের রক্তাক্ত লাশ তার বাড়ির পাশে স্থানীয় মামুন গংদের বিরোধপূর্ণ জমিতে ফেলে রেখে আসে। পুলিশ সুপার জানান, রফিকুল কিছুটা উচ্ছৃঙ্খল প্রকৃতির ছিলেন। তিনি পরিবার ও প্রতিবেশীদের মান্য করতেন না এবং চুরির সঙ্গে যুক্ত থাকার সন্দেহও ছিল। এ ছাড়া মামা ও মামাতো ভাইদের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। একই সঙ্গে রফিকুলের সঙ্গে তার ভাই হাফিজুরেরও জমি নিয়ে বিরোধ ছিল। রফিকুলের বোনের স্বামী মকবুল তাদের বাড়িতে বসবাস করতেন। ঘটনার কিছুদিন আগে রফিকুল তার বোনের স্বামী মকবুলের ঘর ভেঙে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
শিরোনাম
- বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার : দূরদৃষ্টির অনন্য দৃষ্টান্ত
- ‘অপমান থেকে বাঁচতেই হিন্দি শিখেছিলাম’
- রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
- চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যখাতে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র
- চট্টগ্রামে ইয়াবা মামলায় সাজা: পাঁচ বছর কারাদণ্ড
- চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
- সততার সাহস : ভুল স্বীকারের মর্যাদা
- লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্র অপহরণ, পাঁচ দিনেও মেলেনি খোঁজ
- কুয়াকাটায় শৈবাল চাষ নিয়ে কর্মশালা
- ২০০ রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
- টাইমের প্রচ্ছদে নিজের চুল ‘গায়েব’ দেখে ক্ষুব্ধ ট্রাম্প
- মিরপুরে অগ্নিকাণ্ড: নিহত ১৬ জনের মরদেহ ঢামেক মর্গে
- হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪
- থাইল্যান্ডে মাদকসহ চার ইসরায়েলি সেনা গ্রেফতার
- অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
- অক্টোবরের ১৩ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স
- মিসরে গাজা শান্তি সম্মেলন: দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস
- মিরপুরে অগ্নিকাণ্ড : আলামত সংগ্রহ করছে সিআইডি
- মেক্সিকোর অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
মাদক সেবনের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা
টাইলস মিস্ত্রি রফিকুল হত্যায় ভগ্নিপতির স্বীকারোক্তি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর