গাজীপুরের কাপাসিয়ায় সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত চলা অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে মো. ওমর ফারুক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাপাসিয়া উপজেলার আমরারাইদ-গিয়াসপুর সড়কে নয়ানগর এলাকায় মেসার্স জমজম ট্রেডার্স পাম্পে অভিযান চালানো হয়।
ওই সময় স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল লোক হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী মাইক্রোবাস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একজন কর্মকর্তা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেছেন। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।