বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কল্যাণের জন্যই প্রচার করা হচ্ছে। তিনি বলেন, ৩১ দফায় বাস্তবায়িত হলে দেশের সব শ্রেণিপেশার মানুষের কল্যাণ হবে। গতকাল বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের অন্যায়পুর এলাকায় ৩১ দফার প্রচারে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
শিবালয় ইউনিয়ন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবালয় ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম। বক্তৃতা করেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমানসহ জেলা উপজেলার নেতারা।