শরীয়তপুরের নড়িয়া পৌরসভার লোনসিং গ্রামে মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে প্রশাসনের দ্বারস্থ হন অসহায় বাবা-মা। মাদক সেবনকালে ছেলেকে বেঁধে খবর দেন থানায়। পুলিশ গিয়ে গাঁজা জব্দ ও অভিযুক্তকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদন্ড দেন। গতকাল দুপুরে ঘটে এ ঘটনা। সাজাপ্রাপ্ত যুবকের নাম ফারুক ছৈয়াল (২৭)। তিনি ওই গ্রামের শওকত ছৈয়ালের ছেলে।
শওকত ছৈয়াল বলেন, ‘ফারুক নেশার টাকার জন্য প্রায়ই আমাকে মারধর করে। গতকাল সকালেও টাকার জন্য আক্রমণ করেছে। বাধ্য হয়ে তাকে পুলিশে দিয়েছি। এটা বাবা হিসেবে লজ্জা ও কষ্টের।’
মা শাহানাজ বেগম বলেন, ‘ছেলেকে বেঁধে রাখা কোনো মায়ের পক্ষে সহজ নয়, ও যেন কারও ক্ষতি না করে, তাই বাধ্য হয়েছি। শেষ পর্যন্ত নড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস বলেন, মাদক সমাজের জন্য বড় অভিশাপ। ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মায়ের অভিযোগে পুলিশ তাকে আটক করে। তার ঘরে গাঁজা পাওয়ায় আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। আশা করছি, সাজা শেষে সে নতুনভাবে জীবনে ফিরতে পারবে।