কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় সামান্য কথা কাটাকাটির জেরে ফুপাতো ভাইয়ের হাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সরোয়ার আলম (২৫)। তিনি পৌরসভার লাইট হাউস এলাকার আবুল কালামের ছেলে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। তুচ্ছ বিষয় নিয়ে প্রাণহানি ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।