গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় পারুল বেগম (২৫) নামে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পলাশবাড়ীর মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে এ ঘটনা ঘটে। পারুল উপজেলার বিশ্রামগাছী এলাকার শামিম মিয়ার স্ত্রী। এ ঘটনায় গতকাল সকালে মৃতদের স্বজনরা ক্লিনিকটিতে ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা করেন। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পারুল বেগমকে সিজারিয়ান অপারেশনের জন্য মা ক্লিনিকে নেওয়া হয়। রাত ১১টার দিকে তাঁর সিজার শুরু করে ক্লিনিক কর্তৃপক্ষ। ভোর ৪টার দিকে প্রসূতি ও নবজাতক মারা যান। তখন ক্লিনিকের লোকজন অ্যাম্বুলেন্স ডেকে লাশ রংপুরে পাঠানোর চেষ্টা করে। স্বজনরা বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ জানায় এবং ক্লিনিক ভাঙচুরের চেষ্টা করে। ওসি জুলফিকার আলী ভুট্ট বলেন, ‘এ ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি এখন শান্ত।’