আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কলোমনখালী বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সদর উপজেলার কলোমনখালী এলাকায় জেলা বিএনপির সহসভাপতি আসাদ চৌধুরী ও সদর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাঈম জোয়ার্দ্দারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল দুজনের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। ওসি (অপারেশন) সামছুজ্জোহা জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।