বাস শ্রমিককে নির্যাতনের প্রতিবাদ এবং জেলার সব সড়ক থেকে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে।
রবিবার সকাল ৬টা থেকে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে এ ধর্মঘট শুরু হয়।
এর আগে, ধর্মঘটের সমর্থনে শনিবার জেলা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শামসুল হক, সহ-সভাপতি সহীদ হোসেন রুবেল ও নীলফামারী সদর উপজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজিবুদৌলা জকি।
এদিকে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যের এ ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৫/মাহবুব