সিরাজগঞ্জে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি’র আরো ২ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী দক্ষিণপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হযরত আলী (৩৩) ও সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চরছোনগাছা গ্রামের আবুল কাশেমের ছেলে মোতালেব হোসেন (২২)। আজ রবিবার ভোররাতে গোয়েন্দা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে এ দুইজনকে আটক করেন। এ সময় জিহাদী ওয়াজসম্বলিত দুটি মোবাইল জব্দ করা হয়। এ নিয়ে জেলায় মোট ৭ জেমএমবি সদস্যকে আটক করা হলো। আটককৃতদের আজ রবিবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু রওশন জানান, গত ১১ অক্টোবর উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘবাড়ীয়া গ্রাম থেকে জিহাদী বই ও জঙ্গি প্রশিক্ষণের ভিডিওসহ তিন জেএমবি সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া থানার ওসি (তদন্ত) মো. খাজা গোলাম কিবরিয়া বাদী হয়ে ৯জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে মামলা দায়ের করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। এ মামলায় আটক হযরত আলী ও মোতালেব হোসেন এজাহারভুক্ত আসামী ছিল। এর আগে দুদফায় আটক হওয়ায় ৫ জেএমবি সদস্যকে তিনদিন করে রিমান্ড আনার পর ও ৫ জেমএমবি সদস্য হযরত আলী ও মোতালেব জেএমবির সঙ্গে জড়িত বলে তথ্য দেয়। এ তথ্যের ভিত্তিতে রবিবার ভোররাতে নিজ নিজ বাড়ি থেকে দুজনকে আটক করা হয়। দুপুরে দুইজনকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমান তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। আটকদের বিকালেই রিমান্ড নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/শরীফ